নিউজ ডেস্ক: শনি-রবিবার
শিয়ালদহ ও হাওড়া শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে পূর্ব
রেলের তরফে। সপ্তাহ শেষে ট্রেন বাতিল মানেই যাত্রীরা দুর্ভোগের
শিকার হবেন। তবে শনিবার রবিবার তুলনামূলক কম ভিড় হওয়ায় দুর্ভোগ কম হবে বলে
রেলের দাবি।
ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে। ফলে বহু লোকাল ট্রেন সেই
সময়ে বাতিল থাকবে। রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত ১১টা ১০ থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত কয়েকটি জায়গায় মেরামতির কাজ হবে। রেলের তরফে আরও বলা হয়েছে, বালিগঞ্জ-
নামখানা সেকশনের জয়নগর মজিলপুর স্টেশনে থাকা ফুট ওভার ব্রিজ (এফওবি) ভেঙে ফেলার
জন্য ১১ ঘণ্টা ওই লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে।
কোন কোন ট্রেন বাতিল হচ্ছে? এক নজরে দেখে
নেওয়া যাক
- শনিবার
রাত ১০টা ২০ মিনিটের শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর ডাউন লোকাল। - রবিবার
ভোর ৪টে ৫০ মিনিটের সোনারপুর-ডায়মন্ডহারবার ডাউন লোকাল। - রবিবার
সকাল ৫টা ২০ মিনিটের শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর ডাউন লোকাল। - রবিবার
সকাল ৫টা ৫২ মিনিটের ডায়মন্ডহারবার-বারুইপুর আপ লোকাল। - রবিবার
সকাল ৭টা ১৪ মিনিটের মিনিটের শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর-নামখানা ডাউন লোকাল। - রবিবার
সকাল ৭টা ১৫ মিনিটের বারুইপুর- লক্ষ্মীকান্তপুর ডাউন লোকাল। - রবিবার
সকাল ৮টা ২০ মিনিটের লক্ষ্মীকান্তপুর- বারুইপুর আপ লোকাল। - রবিবার
সকাল ৯টা ২২ মিনিটের বারুইপুর-ডায়মন্ডহারবার ডাউন লোকাল।
এর
পাশাপাশি আরও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে শনিবার ও রবিবারের
জন্য। 34754 ডাউন শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুর লোকাল লোকাল
শনিবার লক্ষ্মীকান্তপুরের পরিবর্তে বারুইপুর পর্যন্ত যাবে এবং আপ 34711 লক্ষ্মীকান্তপুর – শিয়ালদহ লোকাল লক্ষ্মীকান্তপুর স্টেশনের বদলে বারুইপুর
থেকে ছাড়বে। এছাড়া 34712, 34714, 34718 ও 34722 ডাউন শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুর লোকাল লক্ষ্মীকান্তপুরের বদলে দক্ষিণ
বারাসত পর্যন্ত যাবে। একইরকমভাবে 34791, 34719, 34723 ও 34729
আপ লক্ষ্মীকান্তপুর – শিয়ালদহ লোকাল দক্ষিণ বারাসত স্টেশন থেকে
ছাড়বে।
হাওড়া শাখাতে সিগন্যালিংয়ের, রেল ট্র্যাকের ও ওভারহেডের তারের মেরামতির
কাজের জন্য রবিবার বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে। শুধু তাই
নয়, বেশ কিছু ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রিত করা হয়েছে।
হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া ও খানা-গুমানি শাখার কয়েকটি ট্রেন বাতিল থাকবে।