নিউজ ডেস্ক: বিতর্ক এবং উর্ফি যেন একে অপরের পরিপূরক। অশালীন পোশাক পরার অপরাধে তাঁকে মুম্বাই পুলিশ ধরে নিয়ে যাওয়ার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে তাঁকে গ্রেফতার করা হয়েছিল কিনা তা জানা না গেলেও শুক্রবার রাতে সব জল্পনার অবসান ঘটালেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি জানান পুরো বিষয়টি একটি সাজানো ঘটনা। নতুন একটি পোশাক সংস্থার হয়ে বিজ্ঞাপনের প্রচার করছিলেন তিনি। পুলিশের হাতে গ্রেফতার হওয়ার ঘটনাটিও তারই অংশ।
তবে এখানে বিজ্ঞাপনের প্রচারের পরেই বিপাকে পড়েছেন এই নায়িকা এবং মডেল। মুম্বাই পুলিশের তরফে স্বতঃস্ফূর্তভাবে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ভুয়ো পুলিশ সাজিয়ে নিজের গ্রেফতারের নাটক করাতেই মুম্বাই পুলিশের অবমাননা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এছাড়াও ভুয়ো তথ্য ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সাজানো ভিডিও প্রকাশ করার জন্য তাঁর বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ১৭১, ৪১৯, ৫০০ এবং ৩৪ নম্বর ধারার আওতায় মামলার রুজু হয়েছে উর্ফির নামে।
এক্স হ্যান্ডেলে মুম্বাই পুলিশের তরফে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বলা হয়েছে যে গোটা বিষয়টির বিস্তারিত তদন্ত চলছে। ওই দুই ভুয়ো মহিলা পুলিশ আধিকারিককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন বিতর্কিত ভিডিও আপলোড করেছিলেন তিনি তবে এবার সীমা ছাড়িয়ে ফেলেছেন উর্ফি। যদিও এত ঘটনার পরেও মুখ খোলেন উর্ফি। শুক্রবার রাতে কেবলমাত্র পোস্ট করে জানিয়েছিলেন এটি একটি ডেনিম ফ্যাশন শুটের অংশ ছিল।