নিউজ ডেস্ক: বিজেপি
কর্মীকে প্রাণে মারার হুমকির পোস্টারকে কেন্দ্র করে তীব্র
চাঞ্চল্য। বাড়ির সামনে হাতে লেখা ওই পোস্টার দেখে আতংকিত বিজেপি কর্মী ও তার
পরিবার। বিজেপির অভিযোগ এই ঘটনার সাথে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা
জড়িত। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দোষীদের
শাস্তির দাবিতে থানায় অভিযোগ করেছেন ওই
বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে নদিয়ার
শান্তিপুর বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের মাঠপাড়া এলাকায়।
বিজেপি কর্মী গৌতম
দাসের অভিযোগের সুরে বলেন, “সকালে ঘুম থেকে উঠে বাড়ির
পাশে পোস্টার দেখতে দেখতে পাই। আমি লেখাপড়া জানিনা। একজনকে বলি পড়ে দেখ কি আছ। সে বলে গৌতম দাস তুই নাকি মস্তান হয়েছিস, একবার তোর বাড়ির উপর গিয়ে মেরেছি। তোর এখন
রাস্তায় বডি পড়ে থাকবে। তুই এবার বুঝে দেখ”। গৌতম বাবু এর পর বিজেপি নেতৃত্বকে বিষয়টা জানান।
ঘটনাস্থলে যান ওই অঞ্চলের বিজেপি নেতৃত্বরা।
গৌতম দাসের অভিযোগ, তিনি ওই অঞ্চলে পঞ্চায়েত ভোটে বুথের দায়িত্বে ছিলেন। সেখানে বিজেপি খুব কম সংখ্যক ভোটে পরাজয় হয়। তৃণমূল জিতে যাওয়ার পর
থেকেই তাকে একাধিকবার হুমকি দেয়। এছাড়াও রাতের বেলা মদ্যপ
যুবকদের আনাগোনা লেগেই থাকে। তাই এই ঘটনার সাথে তৃণমূলের
আশ্রিত দুষ্কৃতীরা জড়িত আছে বলে অভিযোগ বিজেপি কর্মী স্বপন দাসের।
বিজেপির তোলা অভিযোগ
অস্বীকার করে ওই পঞ্চায়েতের উপপ্রধান দীপক মন্ডল। তার দাবি, “তৃণমূলের কেউ এই ঘটনার সাথে যুক্ত না, বিজেপি
নিজেরাই এই ধরনের নোংরামো করে তৃণমূলের নাম কালিমা লিপ্ত করার চেষ্টা করছে”। অন্যদিকে বিজেপি নেতৃত্ব শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমছে শান্তিপুর থানার
পুলিশ।