নিউজ ডেস্ক: পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতে আত্মঘাতী জঙ্গি হামলা। শনিবার সকালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একের পর এক বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে ৯ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করে নিয়েছে তেহরিক-ই-জিহাদ পাকিস্তান।
ঘটনাপ্রসঙ্গে পাক সেনার তরফে জানানো হয়েছে, এদিন ভোরের আলো ফোটার আগেই মিয়াঁওয়ালিতে পাক বায়ুসেনার ঘাঁটিতে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। জওয়ানদের চোখ এড়িয়ে ওই ঘাঁটিতে ঢুকে পড়ে ৯ জন সশস্ত্র জঙ্গি। জওয়ানরা কিছু বোঝার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। পাল্টা জবাবে গুলি চালাতে শুরু করে পাক সেনাও। সেনার গুলিতে মৃত্যু হয় জঙ্গিদের। অন্যদিকে, আত্মঘাতী হামলায় এয়ার বেসে দাঁড়িয়ে থাকা তিনটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের জেরে একটি বিমানে আগুনও ধরে যায়।
উল্লেখ্য, পাকিস্তানের ডেরা ইসমাইল খান শহরে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় মৃত্যু হয় ৫ জনের। আহত হন ২১ জন। যদিও এখনও পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি কেউ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হামলা।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২ জানুয়ারি একইরকম ভাবে ভারতের পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। বেশ কয়েকঘণ্টা ধরে চলা সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে ৬ জন নিরাপত্তারক্ষী সহ মোট ১৩ জনের মৃত্যু হয়।