নিউজ ডেস্ক: নকল অনুমোদন অর্ডারের
পথশ্রী প্রকল্পে নিম্ন মানের রাস্তার কাজ শনিবার
বন্ধ করল গ্রামবাসীরা। অভিযোগ নকল কাগজ দেখিয়ে তৈরী হওয়া রাস্তা ফেটে যাচ্ছে। সিমেন্ট
কম বালির ভাগ বেশি তা দিয়েই কাজ করছে
ঠিকাদার। সরকার অনুমোদিত অর্ডার পেপার দেখতে চাইলে পাশ
কাটিয়ে পালিয়ে যায় ঠিকাদার। আসল অনুমোদন না দেখালে কাজ বন্ধ,স্পষ্ট
জবাব পঞ্চায়েত প্রধানের।
পূর্ব বর্ধমান জেলার ১ কেতুগ্রাম নম্বর ব্লকের বেরুগ্রাম পঞ্চায়েতের কুলুট গ্রামের ঘটনা। পথশ্রী
প্রকল্পে তিন কিলোমিটার ঢালাই রাস্তা তৈরীর কাজ চলছিল গত কয়েকদিন ধরে। আজ সকালে
গ্রামবাসীরা নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ তুলে
রাস্তা তৈরীর কাজ বন্ধ করে দেয়। কাজের বরাতের পেপার দেখতে
চাইলে তা না দেখিয়ে পালিয়ে যায় ঠিকাদার। গ্রামবাসীদের দাবি, সরকার অনুমোদিত কাগজ ও সঠিক সামগ্রী দিয়ে কাজ করতে হবে।