নিউজ ডেস্ক: আলোর
উৎসবে কৃত্রিম আলো নয়, বাড়ছে চিরাচরিত মাটির প্রদীপের চাহিদা
বাড়ছে। আর এর জেরে খুশী কুমোর পাড়ার বাসিন্দারা। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের দক্ষিণ ধলহরা, বেতকল্লা রাউতৌড়ি সহ বেশ কয়েকটি গ্রামে, কুমোর
পাড়ার এই মুহূর্তে প্রদীপ তৈরীর ব্যস্ততা। কারণ বিগত তিন চার বছর মাটির প্রদীপের
চাহিদা বেড়েছে কালীপুজোর সময়।
সামনেই দীপান্বিতা
আমাবস্যা বা কালীপুজো। দীপাবলি মানেই আলোর উৎসব। কালীপুজো উপলক্ষে কুমোর পাড়ার
ঘরে ঘরে মাটির প্রদীপ তৈরি করতে ব্যস্ত কুম্ভকারেরা। এই এলাকার কুম্ভকারেরা মাটির
প্রদীপ তৈরি করে পাইকারি বাজারে বিক্রি করে। প্রতিবছর দুর্গাপুজো পর থেকেই মাটির
প্রদীপ তৈরীর অর্ডার আসে দীপাবলি উপলক্ষে। বিগত বছরগুলিতে উত্তরোত্তর বাড়ছে
প্রদীপ তৈরীর অর্ডার। কেউ কেউ আবার অর্ডার অনুযায়ী প্রদীপ তৈরি করে দিতে পারছেন
না সময়ের অভাবে।
বিগত কয়েক বছর এই
আলোর উৎসবের প্রধান উৎস ছিল রংবেরঙের বাহারী লাইট। কিন্তু ধীরে ধীরে পুরনো
ঐতিহ্য ফিরছে। বিক্রি বাড়ছে গ্রাম বাংলার চিরাচরিত মাটির প্রদীপের।
মাটির প্রদীপ তৈরি ও বিক্রি বিগত ২-৩ বছর ধরেই ক্রমবর্ধমান দাবি বিক্রেতাদের।