নিউজ ডেস্ক: ৯৪ জন শিক্ষককে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিল পর্ষদ। মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি থাকাকালীন এরা চাকরি পেয়েছিলেন। নিজেদের সেই নিয়োগ এবার বাতিল করে দিলেন প্রাথমিক শিক্ষা সংসদের বর্তমান সভাপতি গৌতম পাল।
জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে অবৈধভাবে চাকরি পাওয়া এই শিক্ষকদের প্রসঙ্গ জানায় সিবিআই। আদালতে সিবিআই এই রিপোর্টও জমা দিয়েছিল। পরে পর্ষদ আদালতে ৯৬ জনের তালিকা দেয়। টেট পরীক্ষায় পাশ না করেই নিয়োগের অভিযোগ উঠেছিল। সিঙ্গল বেঞ্চ তাদের বরখাস্তের নির্দেশ দেয়। এরপর ডিভিশন বেঞ্চও ওই নির্দেশ বহাল রাখে।
পর্ষদ ৯৬ জনের কাছে নথি চেয়ে পাঠিয়েছিল। এরমধ্যে ৯৪ জন সঠিক নথি জমা দিতে পারেনি বলে জানা গিয়েছে। এর পরেই আদালতের নির্দেশে ডিপিএসসি চেয়ারম্যানদের কাছে চাকরি বাতিলের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে।