নিউজ ডেস্ক: বাংলা সিনেমা জগতের প্রথম সারির অন্যতম অভিনেতার নাম বলতেই মনে পড়ে অভিনেতা দেবের নাম। অভিনয়ের গন্ডি ছাড়িয়ে এখন তিনি সাংসদও। গস্ট মাসে মুক্তি পেয়েছিল ব্যোমকেশ ও দুর্গ রহস্য। আর পুজোতে আসে বাঘাযতীন। দুটো সিনেমাই সাফল্য পায় বক্স অফিসে। ব্যোমকেশ ও দুর্গ রহস্য-তে দেবের নায়িকা হিসেবে দেখা মিলেছিল রুক্মিণী মৈত্রের। দর্শকরা খুব পছন্দ করেছিলেন নতুন এই ব্যোমকেশ ও সত্যবতীকে।
শুধুমাত্র সিনেমাই নয়, বাস্তব জীবনেও সত্যবতী তিনি। দেব আর রুক্মিণীর সম্পর্ক নিয়ে এখন আর নেই কোনও লুকোছাপা। দীর্ঘ কয়েকবছর ধরে প্রেম করছেন। আজকাল তো একসঙ্গে ঘুরতে গিয়ে তোলা ফোটোও নির্দিধায় দিয়ে দেন সোশ্যাল মিডিয়াতে। দেবের জোরাজুরিতেই রুক্মিণীকে সিনেমায় আসেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে রুক্মিণী জানান, তাঁর ১৪-১৫ বছর বয়স থেকেই দেব চেনেন তাঁকে। প্রথম দেখাতেই দেব তাঁকে সিনেমার জন্য বলেছিল।কিন্তু তখন তিনি বারণ করে দেন। ৮-৯ বছর পরে গিয়ে যখন চ্যাম্প হয় তার আগে ৬ মাস দেবের সঙ্গে ঝগড়া হয় রুক্মিণীর। কারণ তিনি বারণ করেছিলেন কিন্তু দেব জোর করেছিলেন। সেই সময় দেব তাঁকে এসে বলে, ‘আমি সবসময় বলি আমি তোমাকে চাই, কিন্তু আজ বলব এই সিনেমায় তোমাকে দরকার’। ওর মুখে এই দরকার কথাটা শুনে আমি আর ফেরাতে পারিনি।’