নিউজ ডেস্ক: একটা আন্দাজ ছিলই, ছিল কোটি কোটি মনের আকাঙ্ক্ষাও। আর তাই পূর্ণ করলেন কিং কোহলি। রবিবার কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য ছিল বিরাট মুহূর্ত। একেই বিশ্বকাপের কঠিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, তার উপর বিরাট কোহলির জন্মদিন, সঙ্গে আবার সচিনের বিশ্বরেকর্ড স্পর্শ করার সুযোগ।
টান টান ম্যাচ দেখতে আসা দর্শকদের ভারতের একপেশে জয় দেখে কিছুটা মন ভাঙলেও সব অতৃপ্তি পুড়িয়ে দিয়েছেন কোহলি। ৩৫ তম জন্মদিনে ইডেনের কঠিন পিচে সাবধানে ব্যাট করে সেঞ্চুরি করাটা নিঃসন্দেহে বাঙালির জন্য উপরিপাওনা। অন্যদিকে এদিনের সেঞ্চুরি করে কিং কোহলি স্পর্শ করলেন মাস্টার ব্লাস্টারের একদিনের ক্রিকেটে ৪৯ টি সেঞ্চুরির রেকর্ডকে। এখন বিরাট ভক্তরা চেয়ে রয়েছেন ক্রিকেট ঈশ্বরের রেকর্ড ভাঙার। আর কোহলির ফর্ম দেখে আশা করাই যায়, এই বিশ্বকাপেই ৫০ নম্বর সেঞ্চুরিটাও আসতে চলেছে কিংয়ের।
বিশ্বকাপে এই মুহূর্তে ৮ এ ৮ জিতে তালিকার প্রথমে রোহিত ব্রিগেড। টানা একপেশে জয়ের পর মনে করা হয়েছিল প্রোটিয়াদের সঙ্গে জোর টক্কর হবে দলের। তবে সেই আশায় জল ঢালল ভারতের টিম ওয়ার্ক। ব্যাটিংয়ে শ্রেয়স- কোহলির ডিপেন্ডেবল ইনিংসে ভর করে ৩০০ রানের গণ্ডি পেরনোর পরও মনে করা হয়েছিল ভালো লড়াই দেবে আফ্রিকা। কিন্তু এদিনও বোলিং আক্রমণের ঝাঁঝ ছিল অক্ষুণ্ণ। সিরাজ, শামির দাপটে প্রথম থেকেই কোণঠাসা হতে থাকে বাভুমার দল। এদিন ইডেনের ঘূর্ণি পিচকে কাজে লাগিয়ে ৫ উইকেট তুলে নেন জাড্ডু, যোগ্য সঙ্গ দেন কুলদীপ। ২ স্পিনারের দাপটে কার্যত ৮৩ রানেই অসহায় আত্মসমর্পণ করে বসে দক্ষিণ আফ্রিকা। আগামী রবিবার ১২ নভেম্বর, নেদারল্যান্ডসের সঙ্গে মাঠে নামবে মেন ইন ব্লু।