নিউজ ডেস্ক: ৭ নভেম্বর প্রথম দফার নির্বাচনের জন্য প্রস্তুত ছত্তিশগড়। কেন্দ্রীয় বাহিনীদের কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল পুরো রাজ্যকে। সূত্রের খবর, ভোটমুখী রাজ্যের পশ্চিমাঞ্চলে ভোটার ও রাজনীতিকদের ভয় দেখাচ্ছে মাওবাদীরা। এই আবহে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র ও রাজ্য সরকার।
প্রথম দফার নির্বাচনে রাজ্যের ২০টি বিধানসভা কেন্দ্রে হবে ভোটগ্রহণ। ভোটে অংশগ্রহণকারী ২২৩ জন প্রার্থীর মধ্যে ১৯৮ জন পুরুষ ও ২৫ জন মহিলা প্রার্থী রয়েছে। ভোটগ্রহণ পর্বে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোট ৬০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। ৬০০টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে মাওবাদী অধ্যুষিত এলাকায়। এই সমস্ত এলাকায় ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের সঙ্গে মোতায়েন করা হয়েছে কোবরা বাহিনীকেও। তৈরি করা হয়েছে স্পেশাল স্ট্রং রুমও। সেইসঙ্গে মাওবাদী গতিবিধি নজরে রাখতে ড্রোন ও হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার তালিকায় বোম নিষ্ক্রিয়কারী দল ও ডগ স্কোয়াডও রাখা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপি-কে হারিয়ে ৯০টি আসনের মধ্যে ৬৮টি আসনে জয়লাভ করে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন ভূপেশ বাঘেল। সেরাজ্যে এবারও ভোটময়দানে দ্বিমুখী লড়াইয়ে নামতে চলেছে বিজেপি ও কংগ্রেস।
ছত্তিশগড়ের পাশাপাশি মঙ্গলবার ভোটগ্রহণ পর্ব চলবে উত্তর-পূর্বের রাজ্য মিজোরামে। মোট ৪০টি বিধানসভা কেন্দ্রে হবে ভোটগ্রহণ। প্রার্থী সংখ্যা ১৭৪ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মিজোরামের ভোটার সংখ্যা ৮ লক্ষ ৫২ হাজার ৮৮ জন। মোট ১২৭৬টি কেন্দ্রে চলবে ভোটগ্রহণ পর্ব। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটের জন্য মোট ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই রাজ্যে।
প্রসঙ্গত, ২০১৮ সালের নির্বাচনে মিজোরামের ৪০টি আসনের মধ্যে ২৬টি আসন যায় মিজো ন্যাশনাল ফ্রন্টের দখলে। ৫টি আসন পায় কংগ্রেস এবং ১টি বিজেপি। তবে এবারের নির্বাচনে মূল লড়াই ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্ট(MNF)-এর সঙ্গে কংগ্রেসের।