নিউজ ডেস্ক: সোমবার সকালে সল্টলেকের ইডি
দফতরে আসেন কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা এবং
বরানগর পুরসভার পুরপ্রধান অপর্না মৌলিক। পুরনিয়োগ দুর্নীতি মামলায়
জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ডেকে পাঠায়
ই ডি। এর আগে বেশ কয়েকবার একই মামলায় ই ডি আধিকারিকদের জেরার সম্মুখীন হয়েছিলেন
গোপাল সাহা। তার বাড়িতেও তল্লাশি করেছে ই ডি আধিকারিকরা। পাশাপাশি
কামারহাটি পুরসভাতে তল্লাশি করেছে ইডি। অপর্ণা মৌলিক বরাহনগর পৌরসভার চেয়ারপার্সন ইডি
দপ্তরে আসলেন। ইডি সূত্রে খবর পুরনিয়োগ দুর্নীতি মামলায় তাকে ডাকা হয়েছে
জিজ্ঞাসাবাদের জন্য।
অয়ন শীলকে গ্রেফতার
করার পরে পুরনিয়োগ দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসে। তারপরে
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি উত্তর ২৪ পরগনা জেলার
বিভিন্ন পুরসভার নানা পদে নিয়োগ দুর্নীতির বিষয়ে তদন্ত
শুরু করে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে
একসঙ্গে বিভিন্ন পুরসভার পুরপ্রধান ও কাউন্সিলরদের বাড়িতে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান শুরু করেন। দুই দুবার
কামারহাটি পৌরসভার পুরপ্রধান গোপাল সাহাকে ডেকে পাঠানো হয়।
গত সপ্তাহ তাকে ১১ ঘন্টা
টানা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর পুনরায় সোমবার তাকে ডেকে
পাঠানো হয়। এমনকি কামারহাটি পুরসভার বিভিন্ন দপ্তরের
আধিকারিকদেরও আগেই ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে হয়েছে। ওই আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য প্রমাণ পাওয়া গেছে তার ভিত্তিতে পুনরায় বিস্তারিত তদন্তের জন্য গোপাল
সহাকে ডেকে পাঠানো হয়। উত্তর ২৪ পরগনার যে সমস্ত পুরসভায় নিয়োগ দুর্নীতির বিষয়টি খতিয়ে
দেখছে ইডি তাদের মধ্যে কারমারহাটি পুরসভা
অন্যতম।