নিউজ ডেস্ক: ফের নিজেকে ‘নির্দোষ’ দাবি করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। মঙ্গলবার সিজিও কমপ্লেক্স থেকে কমান্ড হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় ধৃত মন্ত্রীকে। এদিনই তাঁকে আদালতেও পেশ করা হবে। ইডি দফতর থেকে বেরোনোর সময়ই জ্যোতিপ্রিয় মল্লিক নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করেন।
এর আগে ৬ নভেম্বর জ্যোতিপ্রিয় বলেছিলেন, “আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে। মমতাদি-অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন। আমি নির্দোষ, বিজেপি ফাঁসিয়েছে।” এদিন বললেন, ‘এরা অন্যায়-অনৈতিক কাজ করেছে, আমি নির্দোষ’। তবে একবার নয়, সাংবাদিকদের একাধিক প্রশ্ন ধেয়ে আসতেই মন্ত্রী বলেন, ‘আমি নির্দোষ, নির্দোষ, নির্দোষ।’ এরপরই ইডির প্রসঙ্গে অন্যায় ও অনৈতিক কাজের অভিযোগ আনেন।
তবে শুক্রবার তিন নভেম্বর তিনি বলেছিলেন, “দু’দিনের মধ্যে সত্য প্রকাশ হবে।” কিন্তু এদিন সেই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। আগেরদিন মমতা-অভিষেকে নাম নেওয়ায় বিরোধীরাও আক্রমণ শুরু করেছিলেন। এদিন সে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। সেদিন নিজেই বলেছিলেন তিনি মুক্ত। এদিনও জ্যোতিপ্রিয় আশা প্রকাশ করে বলেন, ‘আদালত নিশ্চয় মুক্তি দেবে।’ ২৭ অক্টোবর রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রীকে রেশ বণ্টন দুর্নীতি তদন্তে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর আদালত তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। মঙ্গলবার ইডি হেফাজত শেষে ফের তাঁকে আদালতে পেশ করা হবে। তার আগে কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।