নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে
উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের কাউন্সেলিং শুরু করল স্কুল সার্ভিস কমিশন।
সোমবার সকাল ১০টা থেকে সল্টলেকে এসএসসির নতুন ভবনে কাউন্সেলিং শুরু হয়। সব
মিলিয়ে চাকরি প্রার্থীর সংখ্যা ১৩০০০ এর কিছু বেশি। আজ থেকে দোসরা ডিসেম্বর
পর্যন্ত চলবে কাউন্সেলিং পর্ব।
জানা গেছে আদালতের নির্দেশ মেনে এখন আপাতত
সুপারিশপত্র না দিতে পারলেও স্বচ্ছতা বজায় রাখতে কোন প্রার্থী কোন স্কুল বেছে
নিয়েছেন তা উল্লেখ করে দেওয়া হবে এসএসসির তরফে। সঙ্গে দেওয়া হবে প্রার্থীদের
সম্মতিপত্র। কাউন্সেলিংয়ের প্রথমেই প্রার্থীদের নথি পরীক্ষা করাতে হবে। সেখানে
ডিগ্রি থেকে ট্রেনিং, এমনকি জাতি সংশাপত্র পর্যন্ত যাচাই
করবে এসএসসি। পাশাপাশি মেধাতালিকা অনুযায়ী প্রার্থীদের কাউন্সেলিংয়ে ডাকা হবে
বলে জানানো হয়েছে। ভবনের ভিতরে বেশ কয়েকটি স্ক্রিন লাগানো হয়েছে। চাকরি
প্রার্থীরা ওই স্ক্রিনে কে কোন স্কুল বেছেছেন তাও ডিসপ্লে
করে দেওয়া হবে বলে জানা গেছে।