নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ফাঁস হল অভিনেত্রী রশ্মিকা মন্দানার আপত্তিকর একটি ভিডিয়ো। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি কালো পোশাক পরে লিফ্টে উঠছেন অভিনেত্রী। ডিপ নেকের সেই পোশাক সাহসী তো বটেই সেই সঙ্গে কুরুচিকর। রশ্মিকাকে কখনোই এমন পোশাকে দেখে অভ্যস্ত নন তাঁর অনুরাগীরা। ফলে সন্দেহ জাগে সকলের মনে। দেখা যায় এই ভিডিয়ো রশ্মিকার নয়, বরং অন্য এক মহিলার দেহে বসানো হয়েছে তাঁর ছবি। সবই কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ।
আসল ঘটনা সামনে আসার পরেই আইনি পদক্ষেপ নিতে দাবি করেন রশ্মিকার অনুরাগীরা। একই দাবিতে সরব অমিতাভ বচ্চনও। এআইয়ের সাহায্যেই জারা প্যাটেল নামক এক মহিলার ভিডিয়োয় রশ্মিকার মুখ বসানো হয়েছে। অর্থাৎ ভিডিয়ো মুখ রশ্মিকার হলেও তাঁর পরনের পোশাক আদপে তাঁর নয়। গোটা ঘটনাটি ভিডিয়ো সমেত পোস্ট করা হলে তা রিপোস্ট করে বিগ বি আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। নিজের এক্স হ্যান্ডেলে বিগ বি লেখেন, ‘এই বিষয়টা খুবই গুরুতর, এবং এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।’
প্রসঙ্গত, ২০২২ সালে রশ্মিকার বলিউডে ডেবিউ হয় অমিতাভের হাত ধরেই। ‘গুডবাই’ ছবিতে বিগ বি-এর মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন রশ্মিকা। সেটে অনেকটা সময় রশ্মিকার সঙ্গে কাটানোর ফলে অভিনেত্রীর প্রতি স্নেহ জন্মেছে অমিতাভের। তাই এ হেন ছলচাতুরিতে তাঁর অপমান হোক, চান না তিনি। সেই ভাবনা থেকেই বিগ বির এমন প্রতিক্রিয়া বলে মনে করছেন নেটিজেনরা।