নিউজ ডেস্ক: মাত্রাতিরিক্ত দূষণের কারণে ফের জোড়-বিজোড় নম্বর প্লেটের গাড়ির বিধিনিষেধ ফেরানোর সিদ্ধান্ত নিল দিল্লি প্রশাসন। আগামী ১৩ নভেম্বর থেকে লাগু হবে এই নিয়ম। সেইসঙ্গে, ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুলের প্রাথমিক বিভাগ বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টির সরকার।
দিল্লির দূষণ রুখতে সোমবার দুপুরে একটি উচ্চপর্যায়ের জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশমন্ত্রী গোপাল রাই। বৈঠকের পর গোপাল জানান, বোর্ড পরীক্ষার কারণে কেবল দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস হবে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে। সেইসঙ্গে তাঁর দাবি, রাস্তায় গাড়ির সংখ্যা কমলে দূষণের পরিমাণ অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে। পরিস্থিতি বুঝে এই বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন গোপাল।
অন্যদিকে, বিন রাজ্যের ডিজেল চালিত গাড়ি ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দিল্লিতে। আপাতত নির্মাণ কাজ সম্পূর্ণ বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। এছাড়া আগের মতোই বিএস৩ পেট্রল এবং বিএস৪ ডিজেল গাড়ির উপর থাকছে নিষেধাজ্ঞা। একইসঙ্গে উৎসবের মরশুমে আতশবাজী ফাটানোর উপরেও নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছে সরকারের তরফে।
বায়ুর গুণমান সূচক তথা একিউআই ১০০ বা তার নিচে থাকলে সাধারণ সন্তোষজনক বলে মনে করা হয়। কিন্তু সপ্তাহ খানেক ধরে রীতিমতো বিষাক্ত হয়ে উঠেছে রাজধানী। রাজ্যের একাধিক এলাকার বাতাসে একিউআই-এর মাত্রা পৌঁছেছে ৩৫০-৪০০-এর ঘরে। ফলে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে পরিবেশ বিজ্ঞানীদের। পরিস্থিতি স্বাভাবিক করতে কোনও রকম ফাঁক রাখতে চায়ছে না দিল্লি প্রশাসন।