নিউজ ডেস্ক: জন্মদিনে নিজেই নিজেকে উপহার দিলেন বিরাট কোহলি। ৫ নভেম্বর তাঁর জন্মদিনের দিন নিজের কেরিয়ারে ৪৯ তম শতরান করলেন তিনি। যদিও তাঁর এমন সাফল্যে ইডেনের মাঠে উপস্থিত থাকতে পারলেন না তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। কানাঘুষোয় শোনা যাচ্ছে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা অনুষ্কা। তাই লোকচক্ষুর অন্তরালে রয়েছেন তিনি। যদিও সোশ্যাল মিডিয়ায় নিজের ভালোবাসা জাহির করেছেন তিনি। কিন্তু এবার বিরাটকে নিয়ে লেখা তাঁর পোস্টের নিচে এসে কমেন্ট করলেন তাঁর প্রাক্তন রণবীর সিং।
স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অনুষ্কা লিখেছিলেন, ‘তুমি জীবনের প্রতিটি ভূমিকায় আক্ষরিক অর্থেই ব্যতিক্রমী। কোনও না কোনও ভাবে নিজের গর্বের টুপিতে পালক যোগ করে চলেছ। আমি তোমাকে এই জীবনে এবং তার পরেও সীমাহীন ভাবে ভালবাসি। যে কোনও ভাবে, যে কোনও অবস্থায় সব কিছুর থেকে বেশি ভালবাসি।’ অনুষ্কার এই ভালবাসায় ভরা বার্তার নিচে হৃদয় ও ফুলের ইমোজি দেন রণবীর। তবে এখানেই ক্ষান্ত হননি তিনি। নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করে লেখেন, ‘আজকের পার্টি চিকুর তরফে।’
বলিউডে পা দিয়ে অনুষ্কার সঙ্গেই জুটি বেঁধেছিলেন রণবীর। তাঁর প্রথম ছবির নায়িকা ছিলেন অনুষ্কা শর্মা। যশরাজ ফিল্মসের ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে রণবীর-অনুষ্কার জুটি দর্শকদের প্রশংসা পেয়েছিল। এর পরে ‘লেডিস ভার্সেস রিকি বহেল’ ছবিতেও তাঁদের রসায়ন নজর কেড়েছিল দর্শক ও অনুরাগীদের। শোনা গিয়েছিল শুধুমাত্র পর্দাতেই নয়, বাস্তবেও জমে উঠেছিল তাঁদের প্রেম। তবে অনুষ্কা বা রণবীর কেউ-ই দু’জনের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কখনও।