নিউজ ডেস্ক: রাজ্যের বিভিন্ন জায়গায় যে রাইস মিলগুলির বৈধ কাগজপত্র, এবং উৎপাদিত সামগ্রীর গুণগত মান খতিয়ে দেখতে সোমবার বিধানসভার একটি স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল ঝাড়গ্রাম জেলার শালবনির একটি নতুন রাইস মিলে হানা দেয়। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিধায়ক দীনেন রায়ের নেতৃত্বে ৮জনের এই স্ট্যান্ডিং কমিটি সোমবার ঝাড়গ্রাম জেলার বিভিন্ন রাইস মিল ঘুরে দেখেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিধায়ক দীনেন রায় জানালেন, “আগামী দুদিন এই স্ট্যান্ডিং কমিটি জঙ্গলমহলের দুটি জেলায় থাকা রাইস মিল গুলি ঘুরে দেখবেন”। সোমবার তারা ঝাড়গ্রাম জেলায় থাকা রাইস মিল গুলি ঘুরে দেখেছেন। মঙ্গলবার তারা পুরুলিয়া যাবেন। ঝাড়গ্রাম এর কয়েকটি রাইস মিল ঘুরে দেখার পাশাপাশি ঝাড়গ্রাম জেলা প্রশাসনের আধিকারিকদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন দীনেন রায়ের নেতৃত্বে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল।
বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দীনেন রায় আরও জানান, “এটা রুটিন মাফিক। রাজ্যের বিভিন্ন এলাকায় থাকা রাইস মিল গুলি পরিদর্শন করে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল। প্রতিবছর রাইস মিল গুলি পরিদর্শন করে তাদের কাগজপত্র ঠিকঠাক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। তাই এবছরও রাইস মিল গুলি পরিদর্শন করার জন্য বিধানসভার স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় জেলায় থাকা রাইস মিল গুলি পরিদর্শন করার জন্য এসেছে”।