নিউজ ডেস্ক: ৭২ ঘণ্টার মধ্যে ফের ভূমিকম্প। সোমবার বিকেলে জোড়াল কম্পনে কেঁপে উঠল রাজধানী-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬।
এদিন এক্স হ্যান্ডেলে একটি পোস্টে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সোমবার বিকেল ৪টে ১৮ মিনিট নাগাদ তীব্র কম্পন অনুভূত হয় দিল্লি ও তার আশেপাশের এলাকাগুলিতে। এদিনও ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল। মাটি থেকে মাত্র ১০ কিমি গভীরে ছিল কম্পনের অভিকেন্দ্র। যদিও রাজধানীতে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নেপালে নতুন করে কোনও ক্ষতি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।
Tags: NULL