নিউজ ডেস্ক: এক বছর হয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ঝাঁঝ এখনও কমেনি সেই যুদ্ধের। এই আবহে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের কথা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২৪-এর মার্চে হবে সে দেশের নির্বাচন।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে রুশ কূটনৈতিক মহলের দাবি, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে পুতিন। শীঘ্রই নির্বাচনী প্রচার শুরু করবেন বলেও দাবি। যদিও এই বিষয়ে প্রেসিডেন্টের তরফে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। তবে এবারের নির্বাচনে পুতিন যে লড়বেন, তা আগেই বোঝা গিয়েছিল পেসকোভের বক্তব্যেই। নির্বাচনে পুতিনের জয় নিশ্চিত বলে জানিয়েছিলেন তিনি।
১৯৯৯ সালে বরিস ইয়েলিৎসেনের উত্তরসূরি হিসেবে রাশিয়ার মসনদে বসেন রুশ গুপ্তচর সংস্থার প্রাক্তন কর্তা পুতিন। প্রয়াত রুশ প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিনের পর তিনিই হলেন রাশিয়ার প্রেসিডেন্ট পদে সবচেয়ে বেশি সময় ধরে থাকা নেতা। দেশের শীর্ষপদে থাকার জন্য ইতিমধ্যেই সংবিধান সংশোধন করেছেন তিনি। বছর দুয়েক আগে একটি বিলে স্বাক্ষরও করেন তিনি। ফলে আগামী ১৫ বছর দেশের ক্ষমতায় তাঁর থাকা একপ্রকার নিশ্চিত হয়ে যায়। অবশ্য দু’বছর আগে তিনি জানান, ’২৪ সাল পর্যন্ত থাকতে পারলেই খুশি হবেন তিনি। অবশেষে তাঁর সেই বক্তব্য খণ্ডন করলেন পুতিন।