নিউজ ডেস্ক: এক রেডিও সঞ্চালককে গুলি করে খুন করা হল। ঘটনাটি ঘটেছে ফিলিপিন্সের মিনদানাও দ্বীপে। মৃতের নাম জুয়ান জুমালিন। তিনি অবশ্য “ডিজে জনি ওয়াকার” নামেও পরিচিত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুমালন মিনদানাও দ্বীপের স্টুডিওতে কাজ করছিলেন। সেখানেই এক বন্দুকধারী স্টুডিওয় ঢুকে মাথায় গুলি করে দেয়। পুলিশ জানিয়েছে, ওই বন্দুকধারী অন-এয়ার একটি ঘোষণার ভান করে জুমালনের স্টুডিওতে ঢুকে। জমুালনকে হত্যার ভিডিও রয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, বন্দুকধারী জুমালনকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। আততায়ী বন্দুকবাজ যাওয়ার সময় জুমালনের গলার হার খুলে নিয়ে যায়।জুমালনকে পরে মৃত ঘোষণা করা হয়।
কিন্তু কী কারণে এই হত্যাকাণ্ড তা স্পষ্ট নয়। জুমালনকে খুনের উদ্দেশ্য কী, পুলিশ তা জানার চেষ্টা চালাচ্ছে। পুলিশের কাছেও ওই রেডিও সঞ্চালকের জীবনহানির কোনও আভাস ছিল না। জুমালন সাম্প্রতিক ঘটনাবলী উত্থাপন করতেন। তবে কেউ তাঁর শো-এর সমালোচনা করেছেন এমন জানা যায়নি।
গতবছর জুন মাসে ফার্দিনান্দ মার্কোস ফিলিপিন্সের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর চার জন সাংবাদিক খুন হল। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ফিলিপিন্স সাংবাদিকদের জন্য বিশ্বের মধ্যে বিপজ্জনক দেশ। অনেক সময় খুনিরা শাস্তি পায়। তবে রেডিওর সঞ্চালকরা বেশিরভাগ সময় এদের টার্গেট হয়।
জুমালিনের খুনের ঘটনার নিন্দা করেছেন প্রেসিডেন্ট ফার্নান্দো মার্কোস। তিনি এর তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “আমাদের গণতন্ত্রে সাংবাদিকের উপর আক্রমণ সহ্য করবে না। যারা সংবাদমাধ্যমের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে তাদের নিজেদের কৃতকর্মের ফল ভোগ করতে হবে।” খুনের ঘটনার তদন্তে একটি স্পেশাল টিম গঠন করা হয়েছে।