নিউজ ডেস্ক: বলিউডে এখন তারকা সন্তানদের ছড়াছড়ি। কেউ কেউ বড় পর্দায় ডেবিউ করছেন আবার কেউ চুটিয়ে কাজ করে চলেছেন। বলিউডে তাঁদের পথচলা নিয়ে যতটা আলোচনা হয় তার চেয়েও বেশি আলোচনা হয় এই তারকা সন্তানদের প্রেম নিয়ে। তাঁদের মধ্যে অন্যতম শাহরুখ খান-কন্যা সুহানা খান। খবর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে নাকি প্রায় বছরখানেক ধরে প্রেম করছেন বাদশা-কন্যা। দি আর্চিস-এর মাধ্যমে একসঙ্গে বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন দুজনেই। জোয়া আখতারের দি আর্চিস-এর সেটেই নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকাসন্তানের। বন্ধুত্ব গড়ায় প্রেমে।
জনসমক্ষে নিজেদের প্রেমের থবর প্রকাশ না করলেও প্রেমে তেমন রাখঢাক নেই চর্চিত যুগলের। কয়েক মাস আগে এক অনুষ্ঠানে সুহানাকে উদ্দেশ্য করে চুম্বন ছুড়ে দিয়েছিলেন অগস্ত্য। সপ্তাহান্তে অন্য এক পার্টিতেও অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল তাঁদের দু’জনকে। উৎসবের মরশুমে হামেশাই পার্টি চলতে থাকে টিনসেল টাউনের সেলেবদের অন্দর মহলে। রবিবার নিজের বাড়িতে দীপাবলি উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন বলিউডের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মলহোত্র।
সেখানে উপস্থিত ছিলেন জ়োয়ার ‘দি আর্চিজ’-এর কলাকুশলীরা। লাল গালিচায় খুশি কপুরের সঙ্গে উপস্থিত হন সুহানা। তাঁর পরনে ছিল সোনালি ও লাল রঙের লহেঙ্গা। অন্য দিকে মিহির আহুজার সঙ্গে আসেন অগস্ত্য। কালো রঙের একটি কুর্তায় সেজেছিলেন তিনি। পার্টি থেকে বেরোনোর পথে একসঙ্গে দেখা যায় সুহানা ও অগস্ত্যকে। মণীশের বাড়ি থেকে বেরিয়ে সুহানাকে গাড়িতে তুলে দিতে এগিয়ে আসেন অগস্ত্য। শোনা যাচ্ছে যে গত বছরের অগাস্ট মাস থেকে সম্পর্কে আছেন এই দুই তারকা সন্তান। দুই বাড়ি থেকেই নাকি এই সম্পর্ক মেনে নিয়েছে।