নিউজ ডেস্ক: জ্যোতিপ্রিয় মল্লিক নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন, কিন্তু আদালতে জামিনের আবেদন জানালেন না। মঙ্গলবার তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তুলেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপাতত আরও সাত দিন সিজিও কমপ্লেক্সেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে।
২৭ অক্টোবর গ্রেফতারের পর আদালত ১০দিনের ইডি হেফাজত দিয়েছিল। কিন্তু সেদিন আদালতেই অসুস্থ হয়ে জ্ঞান হারান জ্যোতিপ্রিয় মল্লিক। এরপর তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার আদালতে ইডির আইনজীবী সেই প্রসঙ্গই তুলে ধরেন। আদালতে ইডির দাবি ছিল, “৩ দিন হাসপাতালে ছিলেন মন্ত্রী, ফলে ৭ দিন জেরা করা গিয়েছে।” তাঁকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়। এরপরই আরও ৭দিন হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময়ও নিজেকে ‘নির্দোষ’ বলে বালু দাবি করেছিলেন। কিন্তু আদালত মুক্তি দেবে বলে আশা প্রকাশও করেছিলেন। কিন্তু এদিন ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলেও জ্যোতিপ্রিয় জামিনের আবেদন জানাননি। আদালত থেকে বেরোনোর সময় তিনি বলেন, ‘৭ দিন বাদে আবার আসব।’ জানা গিয়েছে, নথি সামনে রেখে এবার বালুকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে মঙ্গলবার কোনও জিজ্ঞাসাবাদ করা হবে না। এদিন আদালতে পৌঁছনোর আগে বালুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই পুলিশ ধৃত মন্ত্রীকে আদালতে নিয়ে যায়।