নিউজ ডেস্ক: কালীপুজোর আগে বিপুল পরিমান নিষিদ্ধ শব্দ বাজী উদ্ধার ভিআইপি রোডের লেক টাউনে। প্রায় চার টন নিষিদ্ধ বাজি সহ গ্রেপ্তার তিন। আসাম গামী ট্রাক থেকে উদ্ধার এই নিষিদ্ধ শব্দবাজি। লেকটাউন ভিআইপি রোডে নাকা চেকিং এর সময় ট্রাকটিকে আটক করে লেক টাউন থানার পুলিশ।সোমবার দুপুরে ভিআইপি রোডের লেকটাউন অঞ্চল থেকে নাকা চেকিং য়ের সময় সন্দেহজনক একটি ট্রাক আটকায় লেক টাউন থানার পুলিশ। তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতর থেকে প্রায় চার টন নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে পুলিশ। ট্রাকের ভেতরে থাকা তিনজনকে আটক করে নিয়ে আসা হয় লেক টাউন থানায়। আটক করা ট্রাক ও নিষিদ্ধ শব্দবাজি নিয়ে আসা হয় লেকটাউন থানায়। পুলিশ সূত্রে খবর ট্রাকটি দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি থেকে নিষিদ্ধ শব্দ বাজি নিয়ে আসাম যাচ্ছিল। আটক হওয়া তিনজন হল ট্রাকটির মালিক, চালক ও চম্পাহাটির যেখান থেকে এই বাজিগুলি নেওয়া হয়েছিল সেই দোকানের মালিক।