নিউজ ডেস্ক: গোড়া থেকে নির্মূল করতে হবে হামাসদের। সেকারণে যুদ্ধের ঝাঁঝ বাড়িয়েছে ইজরায়েল ডিফেন্স ফোর্স। এই আবহে গাজা শহরকে সম্পূর্ণভাবে দখল করার কথা জানাল ইজরায়েল। আইডিএফ-র মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, এই মুহূর্তে তাঁদের দখলে গোটা গাজা শহর। রণকৌশলের খাতিরে সম্পূর্ণ শহরটিকে উত্তর এবং দক্ষিণ-এই দুইভাগে ভাগ করে নিয়েছেন তাঁরা। উত্তর গাজার ইতিমধ্যেই বোমাবর্ষণ শুরু হয়েছে। আর ২ দিনের মধ্যেই দক্ষিণ গাজায় ঢুকে পড়বে গোটা সেনাবাহিনী, এমনই দাবি তাঁর। হামাস জঙ্গিদের বিরুদ্ধে এই যুদ্ধে গুরুত্বপূর্ণ অংশ বলে জানিয়েছেন ড্যানিয়েল হাগারি।
প্রায় একমাস ধরে চলে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে নিহতের সংখ্যা প্রায় ১০ হাজার। বহু মানুষকে পণবন্দি করে রেখেছে হামাস বাহিনী। এই আবহে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে ইজরায়েল। একে একে হামাসের গোপন ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েলি যুদ্ধবিমান। গাজায় দ্রুত যুদ্ধবিরতি ঘোষণা এবং মানবিক সাহায্য পাঠানোর বিষয়ে চাপ বাড়ছে ইজরায়েলের উপর।
যুদ্ধ থামাতে মরিয়া আমেরিকাও। যদিও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই জানিয়ে দিয়েছেন, ‘জয় পাওয়া না পর্যন্ত যুদ্ধবিরতি সম্ভব নয়’। এই অবস্থায় আইডিএফ-র তরফে গাজা দখলের মন্তব্যে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।