নিউজ ডেস্ক: এসডিপিও-র মৃত্যু, কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি, সবমিলিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে মণিপুরে। তার মধ্যেই রবিবার সকাল থেকে নিখোঁজ মণিপুরের দুই তরুণ। পুলিশ সূত্রে খবর, একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে বাইকে চেপে বাড়ি থেকে রওনা দেন তাঁরা। সোমবার সকাল পর্যন্ত বাড়ি না ফেরায় পুলিশে অভিযোগ দায়ের করে তাঁদের পরিবার।
জানা গিয়েছে, নিখোঁজ দুই তরুণ রাজধানী ইম্ফলের লামসাং শহরের বাসিন্দা। একজনের নাম মাইবাম অবিনাশ। অপরজন নিংথৌউজাম অ্যান্টনি। স্থানীয়দের দাবি, কেউ বা কারা অপহরণ করেছে ওই দুই যুবককে। পুলিশি তৎপরতার দাবিতে রাস্তায় নেমে মিছিল করেন ইম্ফলের স্কুলের পড়ুয়ারা। টায়ার পুড়িয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করেন লামসাং শহরের বাসিন্দারাও।
এদিকে লামসাং থানার পুলিশ জানিয়েছে, রবিবার সেকমাই শহরে নিখোঁজদের শেষবার দেখা গিয়েছে। তল্লাশি অভিযান চালিয়ে তাঁদের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলেও খবর। তরুণদের খোঁজে তল্লাশি চলছে বলেই জানিয়েছে পুলিশ।
এদিকে, সারা রাজ্য জুড়ে ৮ নভেম্বর পর্যন্ত মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গত বুধবার মণিপুর রাইফেলসের একটি শিবিরে হামলা চালায় জনতা। অস্ত্রও লুট করে তারা। সেই ঘটনার জেরে এমন সিদ্ধান্ত সরকারের।
উল্লেখ্য, ৩ মে থেকেই মোবাইল পরিষেবা বন্ধ মণিপুরে। সেপ্টেম্বরে কিছুদিন পরিষেবা চালু করা হলেও রাজ্যে নতুন করে উত্তেজনা ছড়াল ফের তা বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, ৪ মে থেকে দু’মাসের জন্য ব্রন্ডব্যান্ড পরিষেবাও বন্ধ রাখা হয়েছিল উত্তর-পূর্বের এই রাজ্যে। জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে তা চালু করা হয়েছে। তবে মাঝেমধ্যেই তা বন্ধ রাখা হয়।