নিউজ ডেস্ক: জয় না পাওয়া পর্যন্ত যুদ্ধবিরতি নয়। এই মনোভাব নিয়েই হামাসের বিরুদ্ধে লড়াই করে চলেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স। তবে মানবিক কারণে এবার খানিক সুর নরম করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জানালেন গাজার যুদ্ধে ‘কৌশলগত বিরতি’ দেওয়া নিয়ে আলোচনা করতে রাজি তিনি। বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একদফা আলোচনাও সেরে ফেলেছেন নেতানিয়াহু।
হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, মানবিক কারণে গাজায় যুদ্ধের ‘কৌশলগত বিরতি’ এবং অপহৃতদের মুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন বাইডেন ও নেতানিয়াহু। বিষয়টি নিয়ে আগামী দিনে আলোচনার পক্ষে সওয়াল করেছেন দুই রাষ্ট্রনেতা। সেইসঙ্গে কিরবি আরও বলেন, “আমরা এই লড়াইয়ে অস্থায়ী এবং স্থানীয়ভাবে বিরতির জন্য সমর্থন অব্যাহত রাখবে।” উল্লেখ্য, গাজার মানুষদের জন্য সোমবারই খাদু, ওষুধ সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় উপকরণের ত্রাণ পাঠিয়েছে আমেরিকা। এই আবহে দুই রাষ্ট্রপ্রধানের এহেন বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ।
এদিকে, গাজায় ইজরায়েলি যুদ্ধ থামাতে ভারতের মুখাপেক্ষী হয়েছে ইরান। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে ভারতের সমস্ত ক্ষমতা ব্যবহার করে যুদ্ধ থামানোর কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর দফতর। বলা হয়েছে, রাইসির সঙ্গে আলোচনায় সন্ত্রাসবাদ, হিংসা ও যুদ্ধে নিরীহ মানুষের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তবে ইরানের এই আবেদনের উত্তরে ভারতের পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।
অন্যদিকে, গত একমাসে যুদ্ধের ঝাঁঝ বহুগুণে বাড়িয়েছে আইডিএফ। সোমবার হামাসের আর এক কমান্ডরকে খতম করা হয়েছে বলে দাবি করেছে ইজরায়েলি সেনা। তাদের দাবি, দেইর আল-বালাহ ব্যাটেলিয়নের সদস্য জঙ্গি ওয়েল আসফাকে নিকেশ করেছে তারা।