নিউজ ডেস্ক : সলপ হাইওয়ে দিয়ে ছুটে চলেছিল একটি ম্যাটাডোর। ওই গাড়িতে পান ও সুপারি বোঝাই করা ছিল। হঠাৎ ম্যাটাডোরের পিছনের চাকা ফেটে যায়। এরপরই গাড়িটি কাত হয়ে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে হাওড়ার সলপ হাইওয়েতে।
ওই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আঙত হয়েছেন তিন জন। জানা গিয়েছে, ম্যাটাডোরটি দ্রুতগতিতে আলমপুরের দিক দিকে আসছিল। সেইসময় পিছনের একটি চাকা ফেটে যায়। এর ফলে ম্যাটাডোর বেসামাল হয়ে পড়ে। গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারেননি চালক। সেটি কাত হয়ে পরে যায়। ম্যাটাডোরে আট জন ছিলেন। দুর্ঘটনার ফলে এক বৃদ্ধের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তিন জনকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি করে তাদের চিকিৎসা শুরু হয়।
এই ঘটনার জেরে সলপ হাইওয়েতে যানজট দেখা দেয়। যদিও খুব সকালে দুর্ঘটনা ঘটায় যান চলাচলে বিশেষ প্রভাব পড়েনি।