নিউজ ডেস্ক: জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে অস্বস্তির মধ্যেই রাজ্যের আর এক মন্ত্রীর কাছে নোটিস পৌঁছল। তবে এবার আয়করের নোটিস। কারামন্ত্রী অখিল গিরি ও তাঁর পুত্র সুপ্রকাশ গিরির সম্পত্তি ও আয়-ব্যয়ের হিসেব চেয়ে আয়কর দফতর চিঠি পাঠিয়েছে। এমনটা হতে পারে তার আভাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যদিও মন্ত্রী স্বীকার না করলেও তাঁর পুত্র আয়কর দফতরের নোটিস পাওয়ার কথা জানিয়েছেন সুপ্রকাশ।
এমনিতে রাষ্ট্রপতির পর রাজ্যপাল নিয়েও অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে অখিল গিরির বিরুদ্ধে। এনিয়ে রাজ্যপালকে চিঠিও দিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু বেশি তাৎপর্যপূর্ণ হল, শুভেন্দু নন্দকুমারের সভা থেকে নাম না করে অখিল গিরি ও তাঁর পুত্রের আয়করের নোটিস পাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তারপরে দেখা সত্যিই আয়কর দফতরের নোটিস এসেছে। মন্ত্রীর ছেলে নিজেই সে কথা স্বীকার করেছেন।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর থেকেই জোর চাপানউতোড় শুরু হয়েছে। শুভেন্দু এমনিতেই বলছেন, “এমন কোনও দফতর নেই, যেখানে হাত দিলে গন্ধ বেরোবে না।” আবার মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বিরোধী দলনেতার সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তারপর শুভেন্দুকে দেখা যায় নিজের ইনকাম ট্যাক্স রিটার্নের কপি এক্স হ্যান্ডেলে পোস্ট করতে। আবার শুভেন্দুর বাবা শিশির অধিকারীর আয় নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। এসবের পরই অখিল গিরিদের উদ্দেশে শুভেন্দু বলেন, ‘‘শুনলাম, ৫ কোটি নাকি পাওয়া গিয়েছে। ইনকাম ট্যাক্স দফতরের অন্তর্তদন্তে। লে ঠেলা।’’