নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৯ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হাজিরা দিতে বলা হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস একে রাজনৈতিক প্রতিহিংসা বলেই প্রচার করছে। বিরোধীদের বক্তব্য দুর্নীতির তদন্তে কাউকে তদন্তকারী সংস্থা তলব করতেই পারে। সবার সহযোগিতা করা উচিত। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, “এর মধ্যে নতুন কিছু আছে নাকি? ডাকাডাকি চলছে, অনেককেই ডাকছে।”
এর আগে একাধিকবার তদন্তকারী সংস্থার তলবে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসাবাদের শেষে বেরিয়ে এসে বলেছেন, যতবার ডাকবে ততবার আসবেন। যদিও শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে অভিষেককে ৩ অক্টোবর ইডি ডাকলেও তিনি হাজিরা দেননি। ওই সময় কেন্দ্রের বিরুদ্ধে কর্মসূচি নিয়ে দিল্লিতে ছিলেন। পরে ৯ অক্টোবর ডাকলেও তিনি যাননি। ১০ অক্টোবর আদালতে নথি জমা দিয়েছেন। আদালত অবশ্য পুজোর সময় অভিষেককে তলব করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল। দুর্গাপুজোর পর ফের তাকে তলব করল ইডি।
তৃণমূল সূত্রে খবর বৃহস্পতিবার ইডির সামনে হাজিরা দেবেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এর মধ্যে অভিষেকের মা, বাবা, স্ত্রী ও আপ্তসহায়ককে তলব করেছিল ইডি। অভিষেকের স্ত্রী রুজিরা ও আপ্তসহায়ক ইডির কাছে হাজিরা দিয়েছিলেন।