নিউজ ডেস্ক: শাস্তির খাঁড়া ঝুলছে মহুয়া মৈত্রের ভাগ্যে! ‘ঘুষের বিনময়ে প্রশ্ন’ বিতর্কে বৃহস্পতিবার বৈঠকে বসছে লোকসভার এথিক্স কমিটি। সেখানে এ নিয়ে খসড়া তৈরি হতে পারে। আর যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের মতে, ওই বৈঠকেই নির্ধারণ হতে পারে মহুয়ার ভাগ্য।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে শুনানি করছে লোকসভার এথিক্স কমিটি। ২ নভেম্বর মহুয়ার বিরুদ্ধে বক্তব্য শুনেছে বিজেপি সাংসদ বিনোদ সোনকারের নেতৃত্বাধীন এথিক্স কমিটি। যদিও ‘ব্যক্তিগত’ এবং ‘অনৈতিক’ প্রশ্ন করার অভিযোগ তুলে বৈঠকের মাঝপথেই বেরিয়ে যান মহুয়া-সহ বিরোধী সাংসদেরা। যদিও কমিটির তরফে সোনকার জানান, আরও প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্যই বেরিয়ে যান। তিনি এ-ও দাবি করেছেন, মহুয়া বৈঠকে কিছু ‘আপত্তিকর শব্দ’ ব্যবহার করেছেন।
এরপর ৭ তারিখ মঙ্গলবার বৈঠকে বসার কথা ছিল এথিক্স কমিটির। তবে দু’দিন পিছিয়ে যায় সেই বৈঠক। অবশ্য সে নিয়েও মন্তব্য করা থেকে বিরত থাকেননি মহুয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৌতম আদানিকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “নীতি মেনে কোনও খসড়া পেশ করা হয়নি। অথচ তা ‘গ্রহণ’ করা হবে ৯ নভেম্বরের বৈঠকে। কংগ্রেসের সাংসদের মনোনয়ন পেশের দিন রয়েছে জেনেই পিছিয়ে দেওয়া হয়েছে বৈঠক। অন্যদিকে, উপস্থিতি নিশ্চিত করতে জোটসঙ্গীদের ফোন করছে বিজেপি। রাজ্য সভাপতির জন্য চাটার্ড বিমান যাচ্ছে মধ্যপ্রদেশে। মোদী এবং আদানি এতটা ভীত!”
মহুয়ার এই পোস্টের পর পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, এথিক্স কমিটির প্রশ্ন আগেই সমস্ত সদস্যের কাছে পৌঁছে গেছিল। গত বৈঠকে বিরোধী সাংসদরা এবং মহুয়া মৈত্র যে আচরণ করেছেন তা সম্পূর্ণ নাটক বলে দাবি সুকান্তের। তৃণমূল সাংসদের দাবি তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণ করতে পারবে না। যদিও বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং জয় অনন্ত দেহদ্রাইয়ের দাবি, মহুয়ার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে। শাস্তিও হবে।