নিউজ ডেস্ক: বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার ব্যারাকপুর পুরসভা চত্বর। শাসকদল ও বিজেপি কর্মীদের স্লোগান পাল্টা স্লোগানে উতপ্ত হয়ে উঠল ব্যারাকপুর পুরোসভা সংলগ্ন বিটি রোড। বুধবার বিকেলে বিজেপির মিছিল পুরসভার গেটের সামনে পৌঁছাতেই উভয় পক্ষের মধ্যে শুরু তীব্র বাদানুবাদ। একে অপরের দিকে তেড়ে যেতেও দেখা যায়। বিজেপির অভিযোগ পুরসভা একটি সরকারি দপ্তর। সরাসরি দপ্তরের ভেতর থেকে কি এই ভাবে তৃনমূলের গুন্ডা বাহিনী এই আচারন করতে পারে। তৃনমূলের অভিযোগ,ওরা অকথ্য ভাষায় গালিগালাজ করছিল তাই দলের কর্মীরা ওদের উদ্দেশ্যে পাল্টা স্লোগান দিয়েছে। তাদের দাবি,এই ধরনের আচরন দেখিয়ে বিজেপি লাইমলাইটে থাকতে চাইছে। যদিও এদিন আগে থেকেই পুরসভার গেটের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকায় পরিস্থিতি সামাল দেওয়া গেছে। যদিও ডেপুটেশন জমা না দিয়েই বিজেপি কার্যকর্তাদের ফিরে যেতে হয়।