নিউজ ডেস্ক: ১৬ নং জাতীয় সড়ক। হাওড়া গ্রামীণ
জেলার মধ্যে দিয়ে যাওয়া রাজ্যের অন্যতম ব্যাস্ত এই রাস্তা রাতের বেলা আলোকিত করার
জন্য জাতীয় সড়কের মাঝখানে এবং সার্ভিস রোডের দুইধারে বৈদ্যুতিন বাতিস্তম্ভ ও বসানো
হয়েছে। তবে কয়েকটি জায়গায় এখনও এই বাতিস্তম্ভ বসানো হয়নি। ফলে সন্ধ্যা নামলেই
জাতীয় সড়কের এইসব জায়গা অন্ধকারে ডুবে থাকে। শুধু তাই নয় একাধিক জায়গায়
বাতিস্তম্ভের আলো খারাপ হয়ে যাওয়ার ফলে সন্ধার পর অন্ধকারে ডুবছে এইসব এলাকা। যেমন
জাতীয় সড়কের উলুবেড়িয়া নরেন্দ্র মোড় থেকে বাগনান লাইব্রেরী মোড় পর্যন্ত রাস্তা। সন্ধ্যা
নামলেই প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ এই রাস্তার ১১
কিলোমিটার রাস্তাই অন্ধকারে ডুবে থাকে। রাস্তার কোথাও বাতিস্তম্ভ এখনোও বসানো হয়নি
আবার কোথাও বাতিস্তম্ভের আলো খারাপ হয়ে আছে।
জাতীয় সড়ক অন্ধকার থাকা নিয়ে উলুবেড়িয়া পুরসভার
ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান জানান, “দীর্ঘদিন জাতীয় সড়কে এই অবস্থা থাকলেও প্রশাসন উদাসীন। রাত বাড়লেই
দুস্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে জাতীয় সড়ক। মাঝে মধ্যেই নিত্যযাত্রী থেকে জাতীয়
সড়কের পাশে থাকা বিভিন্ন কারখানার কর্মীরা ছিনতাইবাজদের কবলে পড়ছে”। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার জানান, “এই বিষয়ে আমরা একাধিকবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের
সঙ্গে বৈঠক করার পাশাপাশি অন্ধকার জায়গায় আলো লাগানোর কথা বলেছ। ওরা আমাদের আলো লাগানো
এবং সারানোর কথা বললেও এখনও করেনি। জাতীয় সড়কের এই সমস্যা প্রসঙ্গে ১৬ নং জাতীয়
সড়ক কর্তৃপক্ষের আধিকারিক অশোক পয়রা জানান জাতীয় সড়কের যেসব জায়গায় আলো খারাপ হয়ে
গেছে সেইসব আলো দ্রুত সারানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যেসব জায়গায় এখনোও
বাইস্তম্ভ বসানো হয়নি সেইসব জায়গায় বাতিস্তম্ভ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে”।