নিউজ ডেস্ক: বাবর আজমকে সরিয়ে একদিনের ক্রিকেটে শীর্ষ স্থান দখল করলেন ভারতীয় তরুণ ওপেনার শুভমন গিল। আর এই সাফল্যের পাশাপাশি চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এলিট ক্লাবে প্রবেশ করলেন তিনি। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন শচীন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি।
এদিকে গিলের ODI -তে শীর্ষস্থান দখলের পর ৩ ফর্ম্যাটের ক্রিকেটেরই কোনও না কোনও শীর্ষস্থানে নাম রয়েছে ভারতীয় ক্রিকেটারদের। উল্লেখ্য, এই মুহূর্তে ৩ ফর্ম্যাটেই ১ র্যাঙ্কিংয়ে রয়েছে ভারত। এবার দলের পাশপাশি কোনও না কোনও ক্ষেত্রে ১ নম্বর স্থান দখল করল রোহিতের ছেলেরা। একদিকে টেস্টে বোলিংয়ে শীর্ষে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং এই বিভাগে সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। টি- ২০- তে সেরা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।
অন্যদিকে, ধারাবাহিক পারফর্ম্যান্সের জেরে ODI বোলিং বিভাগে শীর্ষ স্থানেই ছিলেন ভারতের পেসার মহম্মদ সিরাজ। এবার গিলের ১ নম্বর র্যাঙ্ক দখল করার পর থেকে ODI ফরম্যাটে ব্যাটিং বোলিং ২ বিভাগেই শাসন করছে ভারত। বিশ্বকাপে ৮ ম্যাচেই জয় পেয়ে এই মুহূর্তে আত্মবিশ্বাসে ফুটছে রোহিত ব্রিগেড। এখন দেখার ১২ বছর পর ফের ঘরের মাঠে বিশ্বজয়ের স্বাদ পায় কিনা দল।