নিউজ ডেস্ক: ১৭১ দিনে ৬ বার তলব করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
গুরুত্বপূর্ন দিনেই তলব করা হয় বলে অভিযোগ। অভিষেককে তলব প্রসঙ্গে জন্মদিন ও পাঁচ রাজ্যের
নির্বাচনী উপহার বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার
তাঁকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১১:০৫ মিনিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিজিও
কমপ্লেক্সে পৌঁছন। তার পর থেকেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অভিষেককে তলব প্রসঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার তত্ব তৃণমূল মুখে
আওড়ালেও সিপিএম ডায়মন্ড হারবারের সাংসদকে বাড়তি সুবিধে দেওয়া হচ্ছে বলে মনে করছে। সিপিএম
নেতা সুজন চক্রবর্তী অভিষেকের তলব প্রসঙ্গে বলেন, “এক মাস আগে ডাকা হয়েছিল যাননি।
আদালতের নির্দেশে নথি জমা দিয়ে চলে এসেছেন। কিন্তু তাঁকে এত সময় কেন দেওয়া হচ্ছে। তদন্ত
কি ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। অভিযুক্তকে অতিরিক্ত সময় দেওয়া মানে তদন্তে ব্যাঘাত
হওয়া”।
পালটা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “সামনে ভোট আসছে। অভিষেককে
বদ্যোপাধ্যায়কে ব্যস্ত করে রাখা এবং মমতা বন্দ্যোপাধ্যকে রাজনৈতিক আক্রমণ করা বিজেপি
কৌশলে পরিণত করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুকেগা নেহি”। প্রসঙ্গত এর আগে সেপ্টেম্বরে অভিষেককে তলব করে ইডি। ম্যারাথন
জিজ্ঞাসাবাদ শেষে অভিষেক বলেন, “যত বার ডাকবে মাইনাসে যাবে”।