নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির দফতরে পৌঁছলেন। তদন্তকারী সংস্থার দেওয়া সময়ের
মধ্যেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শিক্ষক
নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার বেলা ১১টার মধ্যে অভিষেককে হাজিরা দিতে বলেছিল
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃণমূল কংগ্রেস সূত্রে অবশ্য আগেই দাবি করা হয়েছিল,
অভিষেক বৃহস্পতিবার হাজিরা দেবেন।
এর আগেও একাধিকবার অভিষেককে তলব করেছে ইডি। এমনকী একবার সিবিআই তলব
করেছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে ইডির দফতরে অভিষেককে ১৩ সেপ্টেম্বর ৯ ঘণ্টা
জিজ্ঞাসাবাদও করা হয়েছে। সেদিন রাতে জিজ্ঞাসাবাদ শেষে তিনি বলেছিলেন, যতবার ডাকবে
ততবার তিনি হাজিরা দেবেন এবং তদন্তে সহযোগিতা করবেন। এরপর ৩ অক্টোবর ইডি তলব করলেও
তিনি যাননি। দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে ধর্না কর্মসূচি থাকায় তিনি রাজধানীতে
ছিলেন। হাজিরা দেবেন না তা জানিয়ে দিয়েছিলেন। এরপর ৯ অক্টোবরও ইডির ডাকে সাড়া দেননি।
আদালতের নির্দেশে অবশ্য নথি জমা দিয়েছেন।
অনুমান করা হচ্ছে, অভিষেকের জমা দেওয়া নথি নিয়েই প্রশ্ন করতে পারেন
তদন্তকারী আধিকারিকরা। অভিষেকের সম্পত্তি নিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অভিষেক
বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা, তাঁর সংস্থার বিষয়েও ইডি জানতে চাইবে বলে খবর।