নিউজ ডেস্ক: উপত্যকায় বড় সফলতা পেল ভারতীয় সেনা। জম্মু-কাশ্মীরের সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম লস্কর-ই-তৈবার এক জঙ্গি। বাকি জঙ্গিদের খোঁজে এলাকায় এখনও চলছে তল্লাশি অভিযান।
সেনা সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোপিয়ানের কাথোহালানে তল্লাশি অভিযান শুরু করে জম্মু-কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনার যৌথ বাহিনী। এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। দু’পক্ষের লড়াইয়ে সেনার গুলিতে খতম হয় একজন জঙ্গি।
জানা গিয়েছে, লস্কর-ই-তৈবার সংগঠন শাখা দ্য রেসিস্টেন্স ফোর্সের সদস্য ছিল। উপত্যকায় একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত ছিল সে। মৃতের কাছ থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী, বাকি জঙ্গিদের খোঁজে এখনও তল্লাশি অভিযান চলছে।