নিউজ ডেস্ক: ৬ বার তলব। এর আগে বক্তব্যে চরম ঝাঁঝ থাকলেও এদিনের
সুর ছিল তলনামুলক কম চড়া। বারংবার ডাকায় তিনি যথেষ্ট খুব্ধ। তবে এদিন চমকপ্রদ ভাবে
মাত্র এক ঘণ্টার মধ্যে সওয়াল জবাব পর্ব সেরে বেরিয়ে আসেন তিনি। এর আগে যত বার তাঁকে
দাকা হয়েছে। সকালে এলে রাতের আগে তাঁকে ছাড়ে নি ইডি। এদিন অভিষেক ৬ হাজার পাতার উত্তরমালা
জমা দিয়ে বেরিয়ে আসেন বলে দাবি করেন।
এদিনের জেরা প্রসঙ্গে অভিষেক বলেন, “সমন পাআওয়ার পর হাতে অত্যন্ত
কম সময় ছিল। তার মধ্যে কিছু নথি চাওয়া হয়েছিল। এর আগে ১০ অক্টোবর নথি জমা দিয়েছিলাম।
যখন ডাকবে আবার আসব। ৬০০০ পাতার উত্তর জমা দিয়েছি। আমাকে যতবার ডাকবে আসব। তদন্তকারী
সংস্থার সঙ্গে সহযোগিতা আগেও করেছি আগামীতেও করব”।
প্রসঙ্গত এদিন মহুয়া মৈত্রর জন্য দ্বিধাহীন কন্ঠে গলা ফাটান
তৃণমূলের যুবরাজ। সরাসরি বলেন, “এথিক্স কমিটিতে অনেক প্রিভিলেজ মোশন জমা পড়ে আছে। নতুন
সংসদের বর্ধিত অধিবেশনে রমেশ বিধুরী সংসদের গরিমা নষ্ট করেছেন। বিজেপির সাংসদদের বিরুদ্ধে
অনেক প্রিভিলেজ জমা আছে। কোন ব্যবস্থা নেওয়া হয়না। কেউ সরকারের বিরুদ্ধে কথা বলেল তাঁদের
বিরুদ্ধে কিভাবে নানা এজেন্সি লেলিয়ে ব্যবস্থা নেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন। মহুয়া
মৈত্র নিজেই তার লড়াই লড়তে পারবেন। তিনি যথেষ্ট সক্ষম। আমাকেও একের পর এক নানান কেসে
জড়িয়ে দেওয়া হচ্ছে”।