নিউজ ডেস্ক: টিটাগড় শুট আউটের ঘটনায় দুই
অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। গোটা ঘটনায় পুলিশি
নিষ্ক্রিয়তাকে দায়ী করলেন ব্যারাকপুরের সাংসদ। তার দাবি পুলিশ তৎপর হলে ব্যারাকপুরে
বিশেষ করে টিটাগড় দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠত না।
প্রসঙ্গত বুধবার ভর সন্ধেবেলা টিটাগড়ে গুলি
করে খুন করা হয় এক যুবককে। টিটাগর ওলোনপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম মোঃ হাসান। ব্যারাকপুর
হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী।
এর আগেও বিভিন্ন সময় ব্যারাকপুর শিল্পাঞ্চলের
বিভিন্ন এলাকায় গুলি চালানোর ঘটনা সামনে এসেছে। তবে এবার পুলিশের ভূমিকা নিয়েই
আংশিক প্রশ্ন তুলে দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সংসদ অর্জুন সিং। টিটাগড়ে
গুলি চালানোর ঘটনায় সাংসদ বলেন, “ যতদূর জেনেছি হেরোইন ব্যবসায়ীদের ভাগ বাটোরা নিয়েই খুনের ঘটনা ঘটেছে। পুলিশের
উর্দির ভয় দিন দিন মানুষের মন থেকে মুছে যাচ্ছে। যার ফলে দুষ্কৃতীরা অপরাধ করতে
ভয় পাচ্ছে না”। তিনি আরও বলেন, “ইতিহাস সাক্ষী আছে ব্যারাকপুরের মাটিতে অপরাধের সঠিক বিচার না হলে
তার পাল্টা হয়। শিল্পাঞ্চলের দুষ্কৃতী দৌরাত্ম্য কমাতে অপরাধীর বাড়ির সদস্যদের
শায়েস্তা করার নিদান দেন সাংসদ। অপরাধীদের মনে ভয় ঢোকাতে পুলিশ আরো বেশি
সক্রিয়ভাবে কাজ করার কথাও জানান তিনি।