নিউজ ডেস্ক: ভারতে সন্ত্রাসের জাল বিস্তার করছে জঙ্গি সংগঠন আইএসআইএস(ISIS)! গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের একাধিক এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে ৩ আইএস জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ।
সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার ছত্তিশগড়ের দুর্গ জেলা থেকে ওয়াজিহুদ্দিন নামে এক আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড ও ছত্তিশগড় পুলিশের যৌথ একটি দল। ঘটনা প্রসঙ্গে দুর্গ পুলিশের তরফে একটি বিবৃতি পেশ করা হয়েছে। বলা হয়েছে, ওয়াজিহুদ্দিনের খোঁজে ঝাঁসি থেকে দুর্গে এসেছিল সন্ত্রাস দমন শাখার একটি ইউনিট। পালানোর চেষ্টা করেছিল ধৃত জঙ্গি। তবে এটিএস-এর তৎপরতায় সুপেলা থানার অন্তর্গত স্মৃতিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।
জানা গিয়েছে, অভিযুক্ত ওয়াজিহুদ্দিন উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা। গত অক্টোবর মাসেই দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছিল ইসলামিক স্টেটের ৩ জঙ্গিকে। ধৃতদের মধ্যে অন্যতম মহম্মদ রিজওয়ানের সঙ্গে যোগ ছিল ওয়াজিহুদ্দিনের। ইউএপিএ আইনে মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে।
অন্যদিকে, বুধবারই ঝাড়খণ্ড থেকে আরও ২ জঙ্গিকে গ্রেফতার করেছে ঝাড়খণ্ড পুলিশের সন্ত্রাস দমন শাখার একটি ইউনিট। ঝাড়খণ্ড এটিএস-র তরফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, মহম্মদ আরিজ হুসেনাইনকে গোড্ডা জেলা থেকে গ্রেফতার করা হয়। আর এক জঙ্গি নাসিমকে হাজারিবাগ থেকে গ্রেফতার করা হয়। আরিজের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যুবকদের সঙ্গে পরিচয় করে তাদের প্রভাবিত করার অভিযোগ রয়েছে। তার ফোনের সূত্র ধরে খোঁজ মেলে নাসিমের। দুজনের মধ্যে সন্দেহজনক কথোপকথনের হয়েছে। নাসিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে জেহাদ ও আইএসের আদর্শ সংক্রান্ত দুটি বই আরিজকে পাঠানোর। পুলিশের জেরায় ইসলামিক স্টেট-সহ পাকিস্তান ও আফগানিস্তানের মদতপুষ্ট বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে আরিজ। দুই অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ আইনে ও ভারতীয় দণ্ড বিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।