নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগের পর এবার স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের সময়সীমা বেঁধে দিল কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। এসএসসি নিয়োগের যে সব মামলা সুপ্রিম কোর্টে চলছিল সেগুলি সব হাইকোর্টে ফেরত পাঠানো হচ্ছে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ২ মাসের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করতে বলল সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি এসএসসি সংক্রান্ত সব মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।শীর্ষ আদালতে চলা মামলাগুলি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানো হচ্ছে।
সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, হাইকোর্টের প্রধান বিচারপতি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করবে। ওই ডিভিশন বেঞ্চ সব মামলা শুনবে। নতুন চাকরির সুপারিশ নিয়েও ওই ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত নেবে। শীর্ষ আদালতে বলেছে, সব মামলার শুনানি ছ’মাসের মধ্যে শেষ করতে হবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি না পিছোনোর অনুরোধ জমা পড়েছিল শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চে। এরপরই বিচারপতিরা সিদ্ধান্ত নেন দ্রুত তদন্ত ও মামলার নিষ্পত্তি করতে। সব মামলা সেজন্য বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে হাইকোর্টে শুনানির নির্দেশ দেন।