নিউজ ডেস্ক: হাওড়ার ফোরশোর রোডের গুদামে বিধ্বংসী আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন। জল নেভানোর জন্য তিনটি পাম্পও নিয়ে যাওয়া হয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। আগুন লাগার ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যে গুদামটিতে আগুন লেগেছে, তার ঠিক পাশে একটি পেট্রোল পাম্প রয়েছে। যার জেরে আশঙ্কা তৈরি হয়েছে। ভয়ঙ্কর কোনও পরিস্থিতি এড়াতে পেট্রোল পাম্পটিকে ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে। ফোরশোর রোডের একাংশ বন্ধ করে আগুন নেভানোর কাজ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাওড়া এবং শিবপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থলে পৌঁছছেন দমকলমন্ত্রী সুজিত বসুও।