নিউজ ডেস্ক: হাওড়ায় আরও এক দুর্ঘটনা। এবার হনুমান জুটমিলের ছাউনি ভেঙে পড়ল।
সকালেই হাওড়ার ফোরশোর রোডে একটি গুদামে আগুন লাগে। এরপর দেখা যায় ঘুসুড়ির
কালীতলায় হনুমান জুটমিলের ছাউনি ও পাঁচিল ভেঙে পড়েছে। ভাঙা অংশে ৩-৪ জন শ্রমিকের
আটকে থাকার আশঙ্কা।
মর্নিং শিফটে কাজে যোগ দিয়েছিলেন শ্রমিকেরা। জানা
গিয়েছে, এখানে ভাইব্রেটিং মেশিন চলে। জুটমিলের এই অংশ বহু পুরনো। তার উপর নতুন
নির্মাণও হয়েছিল। সেখানেই আচমকা ছাউনি ও পাঁচিল ভেঙে পড়ে। অভিযোগ কর্তৃপক্ষকে
বহুবার জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
হনুমান জুটমিলের ছাউনি ও পাঁচিল ভেঙে যাওয়ার
খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাওড়া সিটি পুলিশ। পরে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও
সেখানে আসেন। জোর কদমে উদ্ধারকাজ চলছে। কেউ সত্যিই ভিতরে চাপা পড়ে আছে কিনা তার
সন্ধান চলছে। জেসিবি দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।