নিউজ ডেস্ক: আচমকা
বিকট আওয়াজ। অবশ্য ঘরের মধ্যে তখন বিপদ ঘটে গিয়েছে। বোমায় আহত হয়ে পড়েছেন এক
যুবক। ঘটনায় উত্তর ২৪ পরগনার পানিহাটিতে চাঞ্চল্য।
জানা গিয়েছে, বোমা বিস্ফোরণে বাড়ি কেঁপে ওঠে। আহত যুবক
হাসপাতালে চিকিৎসাধীন।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
জানা গিয়েছে, পানিহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তেজপালনগরে থাকেন
বেবি সাউ। ওই বাড়িতে তিন মাস আগে আসেন উত্তরপ্রদেশের বাসিন্দা জিতেন্দ্র সাউ। এদিন
সকালের দিকে শীতের পোশাক নামানোর জন্য বাঙ্কে থাকা ব্যাগ নামাতেই বিস্ফোরণ ঘটে। হাতের
একাংশ উড়ে যায় ওই যুবকের। ভেঙে যায় বাড়ির জানালার কাচ। তড়িঘড়ি তাকে হাসপাতালে
নিয়ে যাওয়া হয়। প্রথমে সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান
থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
কিন্তু কী করে ঘরের মধ্যে বোমা এল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ইতিমধ্যেই ঘটনার মধ্যে রাজনৈতিক রং লাগতে শুরু করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।