নিউজ ডেস্ক: কয়েক সপ্তাহ ধরে দূষণকে কেন্দ্র করে জেরবার দিল্লিবাসী। বন্ধ রয়েছে স্কুল। জোড়-বিজোড় নীতি চালু হয়েছে রাজধানীতে। তবে এবার দূষণ থেকে সাময়িক স্বস্তি মিলেছে সেখানে। দিল্লি-নয়ডার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। তার জেরে দূষণের মাত্রায় খুব বেশি হেরফের না হলেও ধোঁয়াশার চাদর কিছুটা হলেও কেটে গিয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
তবে বৃষ্টির পরও দিল্লির বাতাসের গুণমান ‘ভয়াবহ’ রয়েছে। শুক্রবার সকাল ৭টার পরিসংখ্যান অনুসারে, দিল্লিতে বাতাসের গুণমান ছিল ৪০৭। বাতাসের গুণমানের নিরিখে সব চেয়ে খারাপ পরিস্থিতি অশোক বিহারে। তারপরে রয়েছে আনন্দ বিহার, রোহিণী ও পাঞ্জাবি বাগ। দিওয়ালির আগে বিক্ষিপ্ত বৃষ্টি দিল্লির দৃষণের মাত্রাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখবে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।
এদিকে দূষণ রোধে কৃত্রিম বৃষ্টির প্রস্তুতি নিয়েছে দিল্লির আপ সরকার। ২০ ও ২১ নভেম্বর দিল্লিতে কৃত্রিম বৃষ্টিপাত করানো হবে। কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তকে সমর্থন করলে ২০ নভেম্বরের মধ্যে দিল্লিতে কৃত্রিম বৃষ্টির প্রথম ধাপের ব্যবস্থা করতে পারে। দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই IIT কানপুরের বিশেষজ্ঞ দলের সঙ্গে সাক্ষাতের পর জানান, দিল্লির সরকার বায়ু দূষণ রোধে ক্লাউড সিডিং প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম বৃষ্টি করানোর পরিকল্পনা নিয়েছে।