নিউজ ডেস্ক: সম্প্রতি কবি নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানের রিমেক করেছিলেন এর আর রহমান। গানের রিমেক ভার্সানটি পোস্ট করা হয়েছিল তাঁর ইউটিউব চ্যানেলে। তার ভিউজ প্রায় ৮৪ হাজার। জনপ্রিয়তার নিরিখে সেই ভিউজ একেবারেই বেশি নয়। কিন্তু, এই গানকে কেন্দ্র করে তোলপাড় বাংলা। আর এই গানের জন্য নেটিজেনদের ক্ষোভের মুখে পড়লেন রহমান। নেটিজেনদের অভিযোগ, গানটিকে বিকৃত করেছেন তিনি।
কবি নজরুল ইসলামের ‘কারার ওই লোহ কপাট’-কে যেভাবে নিজের আঙ্গিকে গড়ে-পিঠে নিয়েছেন রহমান তা শুনে ক্ষুব্ধ বাংলার জনগণ। নেট মাধ্যমে গানটিকে নিয়ে চলছে কাটাছেঁড়া। অনেকের দাবি, রিমেকের মাধ্যমে বাঙালির আবেগ নিয়ে ছিনিমিনি খেলেছেন রহমান। পরিচালক রাজাকৃষ্ণ মেননের ছবি ‘পিপ্পা’য় ব্যবহার হয়েছে নজরুলের এই গান। ১৯৭১ এর ভারত পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হওয়া এই ছবিতে ব্যবহৃত হয়েছে নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গানটি। সেখানেই গানটি রিমেক করেন রহমান। আবার রিমেক ভার্সানটি গেয়েছেন বাঙালি গায়ক তীর্থ ভট্টাচার্য, রাহুল দত্ত, শালিনী মুখোপাধ্যায়। সঙ্গীতপ্রেমীদের প্রশ্ন, তাঁরা যখন গানটি গাইলেন তাঁদের কোথাও খটকা লাগল না? সেই উত্তর অবশ্য এখনও অধরা।
উল্লেখ্য, ইংরেজদের অত্যাচারের প্রতিবাদে নজরুলের কলম গর্জে উঠেছিল, ডাক দিয়েছিলেন নতুন সকালের। তখনই গানটি রচনা করেছিলেন তিনি। কিন্তু, রহমানের রিমেকে সেই প্রতিবাদের লেশমাত্র নেই। নেটিজেনদের ভাষায় যা বড়ই ‘মিনমিনে গোছের’। এমনকী, রিমেক ভার্সানটি নিয়ে ক্ষুব্ধ টলি অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। বাঙালিরা কেন এখনও পর্যন্ত চুপ তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি এই গানের প্রতিবাদে গর্জে উঠেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও।