নিউজ ডেস্ক: ইডেনে
বিশ্বকাপের ম্যাচ আর তা চাক্ষুষ করা থেকে বঞ্চিত থাকবেন বিধায়কেরা। দর্শকদের
উচ্ছ্বাসের রেশ এসে পড়বে আর তাতে গা ভাসাতে পারবেন না? তা আবার
হয় নাকি? বিধায়কদের
জন্য সিএবিকে চিঠি লেখেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আর সেই চিঠিতেই কাজ হয়েছে।
ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের কমপ্লিমেন্টারি টিকিট পৌঁছে গিয়েছিল বিধানসভায়।
বিশ্বকাপের আরও দুটি ম্যাচ আছে ইডেনে। এর মধ্যে একটি পাকিস্তান-ইংল্যান্ড
ম্যাচ রয়েছে শনিবার। সেই টিকিট বিধানসভায় পৌঁছে গিয়েছে। বিধায়ক প্রতি একটি করে
কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হচ্ছে। তবে সাংসদেরা এই টিকিট পাচ্ছেন না। বিধানসভার
অধ্যক্ষই জানিয়েছেন, কোনও কোনও সাংসদ জানিয়েছেন বিধায়কেরা পেলেও তাঁরা টিকিট পাচ্ছেন
না। তিনি সাংসদদের নামের তালিকা দিয়ে সিএবির কাছে পাঠানোর পরামর্শ দিয়েছেন। বিধায়কদের
জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ই উদ্যোগ নিয়েছিলেন। তাঁর মতে, বিধানসভার নাকের
ডগায় খেলা হবে আর তা থেকে কী করে জনপ্রতিনিধিরা বাদ থাকবেন?
এরপর ১৬ নভেম্বর কলকাতায় সেমি ফাইনালের ম্যাচ আছে। সেই টিকিটও
পাবেন বিধায়কেরা। ১৪ ও ১৫ নভেম্বর বিধানসভা বন্ধ থাকবে। কিন্তু ওই দু’দিন বিধানসভা
থেকে বিধায়কদের কমপ্লিমেন্টারি টিকিট দেওয়ার ব্যবস্থা থাকবে। বিধায়কেরা নিজে এসে
বা তাঁদের সম্মতি জানিয়ে কাউকে পাঠিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। বিশ্বকাপ ম্যাচের
টিকিট দেওয়ায় অধ্যক্ষ সিএবিকে ধন্যবাদ জানিয়েছেন।