নিউজ ডেস্ক: শুক্রবার
মাতলা রেঞ্জের বনকর্মীরা ২ দিনের চেষ্টায় জাল ফেলে পুকুর থেকে উদ্ধার করলেন ৪ ফুট ৫ ইঞ্চি লম্বা একটি কুমির। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ঝড়খালি কোষ্টাল
থানার ত্রিদিব নগর এলাকার ঘটনা।
স্থানীয় ও বন দফতর সূত্রে
জানা গিয়েছে ত্রিদিব নগর এলাকায় বেশ কিছু পুকুর আছে। গত ৮ নভেম্বর সকালে স্থানীয়
বেশ কিছু মানুষ জন মাঠের পাশে একটি পুকুরের জলে কুমির ভাসতে দেখতে পায়। আর এই
দৃশ্য দেখে তারা আতঙ্কিত হয়ে হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তারা মাতলা রেঞ্জের বন বিভাগে
খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাতলা রেঞ্জের ডেপুটি রেঞ্জার কৃষ্ণপদ মন্ডলের
নেতৃত্বে বনকর্মীরা। তারা ২ দিন ধরে পুকুরে জাল ফেলে কুমিরটিকে ধরার চেষ্টা করে। অবশেষে
এদিন দুপুরে জালে বন্দি হয় কুমিরটি।এরপর বনকর্মীরা কুমিরটিকে উদ্ধার করে ঝড়খালি
রেসকিউ সেন্টারে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা কুমিরটির পরীক্ষা নিরীক্ষা করে। বর্তমানে কুমিরটি সুস্থ
আছে।এরপর বনকর্মীরা কুমিরটি লঞ্চে করে মাতলা নদীতে ছেড়ে দেয়।
কুমির টি স্ত্রী কুমির
এবং ৪ ফুট ৫ ইঞ্চি লম্বা বয়স প্রায় ২ বছর। দিনের পর দিন যেভাবে সুন্দরবনের লোকালয়ে
পুকুর গুলি থেকে কুমির উদ্ধার হচ্ছে তাতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে
সুন্দরবনে নদী গুলিতে কি কুমিরের সংখ্যা বেড়ে গেছে নাকি সুন্দরবনের পরিবেশের
ভারসাম্য হারাচ্ছে। যার ফলে বাঘের সাথে সাথে লোকালয়ে কুমির ও চলে আসছে।