নিউজ ডেস্ক:
স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে
যাওয়া হল সল্টলেকের ইডি অফিস থেকে। বেরোনোর সময়
জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন তার বা হাত এবং বাঁ পা অসাড় হয়ে যাচ্ছে। পক্ষাঘাত
হয়ে যেতে পারে সেই জায়গায় চলে যাচ্ছে । তিনি জানান তার শারীরিক
অবস্থার অবনতি হয়েছে। তিনি দাবি করেন ১৩ তারিখে সাংবাদিকদের সাথে তার আদালতে দেখা হবে । নিয়মমাখিক স্বাস্থ্য পরীক্ষা করাতে
তাকে নিয়ে যাওয়া আজ কমান্ড হাসপাতালে।
রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার
হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এর আগে বুধবার স্বাস্থ্যপরীক্ষার জন্য বালুকে কম্যান্ড
হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বুধবার সকালে স্বাস্থ্যপরীক্ষার জন্য সিজিও থেকে
কম্যান্ড হাসপাতাল যাওয়ার সময় বালুকে ইডির অভিষেককে ফের তলব করা নিয়ে প্রশ্ন করা
হয়েছিল। উত্তরে বনমন্ত্রী বলেছিলেন, “কোন বন্দ্যোপাধ্যায়?” তার পরই সংবাদমাধ্যমের
প্রতিনিধিদের উদ্দেশে পাল্টা প্রশ্ন করেন জ্যোতিপ্রিয়। বলেছিলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আমাদের নেতা?” তার পর একটু থেমে জ্যোতিপ্রিয় বলেন, “আপনাদের একটা
কথা বলি শুনুন। আমি সমস্ত ব্যাপারে নির্দোষ, এটা জেনে নিন।
১৩ তারিখ আমাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে। সেখানে বুঝতে পারবেন আমি অত্যন্ত
ক্লিয়ার।”
রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার
হয়েছেন রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী বালু। তিনি বর্তমানে ইডি
হেফাজতে রয়েছেন। সোমবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়েছিল। বালুর আইনজীবী
সোমবার তাঁর মক্কেলের জামিনের আবেদন করেননি। তবে মন্ত্রীর কৌঁসুলি জানান, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মন্ত্রীর
জন্য কম্যান্ড হাসপাতালে কোনও মেডিক্যাল বোর্ড গঠন করা হয়নি। এ নিয়ে যখন কথা
হচ্ছিল, শুধু সেই সময়েই মন্ত্রীকে আমতা আমতা করে বলতে শোনা
যায়, ‘না, হয়নি…’। শুনানি-পর্ব শেষে
জ্যোতিপ্রিয়কে আরও সাত দিন ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত।
আপাতত ১৩ নভেম্বর পর্যন্ত তাঁকে ইডি হেফাজতেই থাকতে হবে।