নিউজ ডেস্ক: দীপাবলিতে বিপত্তি। দিল্লি-জয়পুর হাইওয়েতে বড়সড় দুর্ঘটনা। গাড়ি এবং পিকআপ ভ্যানে তেলের ট্যাঙ্কারের ধাক্কায় কমপক্ষে ৪ জনের মৃত্যু। গুরুগ্রামের সিধরাওয়ালি গ্রামের কাছে শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে।
সংবাদ সংস্থা সূত্রের খবর, জয়পুর থেকে আসার সময় ডিভাইডার ভেঙে অন্য লেনে ঢুকে যায় তেলের ট্যাঙ্কারটি। অপর লেনে থাকা গাড়িটিতে ধাক্কা মারে ট্যাঙ্কারটি। গাড়িতে সিএনজি সিলিন্ডার রাখা ছিল। তার জেরে দুর্ঘটনার পর আগুন লেগে যায় গাড়িটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জন যাত্রীর। গাড়িটিতে ধাক্কা মারার পর পিকআপ ভ্যানে ধাক্কা মারে ট্যাঙ্কারটি। সেখানেই মৃত্যু হয় চালকের।
ঘটনা প্রসঙ্গে পুলিশ অফিসার বিনোদ কুমার জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন আগুনে ঝলসে গিয়েছে একটি গাড়ি। ঘটনায় মৃত্যু হয় গাড়ির মধ্যে উপস্থিত ৩ যাত্রীর। অপরদিকে দুর্ঘটনায় মৃত্যু হয় পিকআপ ভ্যানের চালকেরও। এদিকে দুটি গাড়িতে ধাক্কা মারার পর গাড়ি ফেলে পালিয়ে যান ট্যাঙ্কারের চালক। তার খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন কুমার।