নিউজ
ডেস্ক: গ্রাম
বাংলায় শীতের পরশ লেগেছে। কলকাতাতেও রাতের তাপমাত্রা কমেছে। এখানেও হাল্কা শীতের
আমেজ রয়েছে। কালীপুজো, দীপাবলী এমনকী ভাইফোঁটা পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। বৃষ্টির
কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। কলকাতায় তাপমাত্রা ২১ থেকে ২২
ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে। জেলায় ১৭ থেকে ১৮ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে
থাকবে তাপমাত্রা।
তবে
১৬ ও ১৭ নভেম্বর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর
সূত্রে জানা গিয়েছে, ১৫ নভেম্বর দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যে
নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে সেই সময় তাপমাত্রা কিছুটা বাড়তে
পারে। সেইসঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাও বাড়বে।
১৬
ও ১৭ নভেম্বর দক্ষিণবঙ্গের কিছু জেলা ও উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির
সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪
পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তবে
ভাইফোঁটার আগে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা
কম। আশা করা যাচ্ছে ১৬ নভেম্বর বিশ্বকাপের সেমি ফাইনালেও বৃষ্টি হবে না। বুধবার
পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়ার তেমন উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হচ্ছে না।